Profile picture for user nowshadulislam
Bangladesh

বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ গাছপালা শুধু মানুষ বা প্রাণীর জন্যই উপযোগী নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। উদ্ভিদের কারণে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে। গাছপালা যেকোনো দেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ করে। এই জায়গাগুলিতে আরও গাছপালা, বেশি বৃষ্টিপাত এবং আরও প্রকৃতি রয়েছে। গাছপালা নদীর প্রবাহ, বৃষ্টিপাত এবং জল-স্ফীতি নিয়ন্ত্রণ করে। তাই গাছ লাগিয়ে আমাদের জীবন বাঁচানোর উদ্যোগ নেওয়া খুবই জরুরি।
২০ মার্চ, ২০২৪ তারিখে, আমরা ৯ জন স্কাউট সদস্য নিয়ে লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের নিচে পরিত্যক্ত জায়গায় বিভিন্ন প্রজাতির মোট ৫০টির মতো চারা রোপণ করি। এতে অত্র গ্রামের মানুষ এই প্রকল্পে উপকৃত হবে।
আমি এই প্রকল্প থেকে শিখেছি কিভাবে গাছ লাগাতে হয়, গাছের পরিচর্যা করতে হয়।
Number of participants
9
Service hours
4
Beneficiaries
2000
Location
Bangladesh
Topics
Clean Energy
Healthy Planet
Legacy BWF

Share via

Share