বৃক্ষরোপণ কর্মসূচি

গাছ আমাদের বন্ধু। দিন দিন বৃক্ষ নিধন বৃদ্ধি পাওয়ার জন্যে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনই আমরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের জলবায়ুও পরিবর্তন হচ্ছে। তাই এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করি।
"বিশ্ব পরিবেশ দিবস ২০২৩" কে কেন্দ্র করে আয়োজন করা হয় এই বৃক্ষ রোপন কর্মসুচি। এই দিন প্রায় ১০০টি গাছ আমরা সংগ্রহ করি। এবং আমি ও আমার ইউনিটের রোভারেরা সবাই একত্রে বৃক্ষরোপণ করি।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য কবরস্থানের ফাকা জায়গা, রাস্তার দুই পাশ বেছে নেয়া হয়। এজন্য ২০ জন রোভার ও আমি উপস্থিত ছিলাম। সকলের প্রচেষ্টায় সারাদিনের পরিশ্রমে আমরা বৃক্ষরোপন করি।
আমাদের উচিত নিজ উদ্যোগে বৃক্ষরোপন করা, ও এর পরিচালনা করা। তবেই রক্ষা পাবে আমাদের প্রকৃতি ও আমরাও।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
500
Topics
Nature and Biodiversity
Healthy Planet
Health lifestyles

Share via

Share