
বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪-এ অংশগ্রঅহন।
বৃক্ষরোপণ পরিবেশের জন্য অপরিহার্য । যা আমাদের তীব্র তাপদাহ থেকে রুক্ষা করে।অতিরিক্ত তাপদাহ থেকে রক্ষা পেতে,,পরিবেশ রক্ষার জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানের রোভার স্কাউটরা মিলে উদ্যোগ নেই যে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখব।
বন্যা,খরা,জলোচ্ছাস,গাছ কাটলে সর্বনাশ।সকল প্রানী জগত,অক্সিজন নিয়ে বেঁচে থাকে। সারা পৃথিবীর তীব্র তাপদাহে টিকে থাকতে হলে অধিক পরিমানে বনায়ন গড়ে তুলতে হবে।তাই নিজ উদ্যোগে নিজ বাসায়,প্রিতষ্ঠােন গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অতীব প্রয়োজন।আমরা ৩০জন মিলে ১০০বৃক্ষ রোপণ করি।যা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ওতাপদাহ থেকে রক্ষা পাওয়া যাবে।ঔষধি গাছ মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সহায়তা করবে।তাই সবাই মিলে আসুন সবাই মিলে গাছ লাগাই,পরিবেশ বাঁচায়।
কোন কোন গাছ আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সে বিষয়ে জ্ঞান লাভ করতে পেরেছি। কিভাবে সুনিদ্রিষ্ট পন্থায় গাছ রুপন করতে হয়,কোন গাছের জন্য কেমন জায়গা নির্বাচন করতে হয়, গাছের পরিচর্যা কিভাবে করতে হয় সে সম্পর্কে জ্ঞান অর্জন কর্যে পেরেছি।