বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩

পরিবেশে নোংরা আবর্জনার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে ঋতুর তারতম্য আগের মতো লক্ষণীয় নয়। এগুলো মূলত বন উজাড়, পরিবেশ দূষণসহ আরও অনেক কারণ।
আমরা আমাদের এলাকার মধ্যে যেসব জায়গায় বর্জ্য ফেলা হয় সেগুলো পরিষ্কার করে গাছ লাগিয়েছি। যাতে তারা আর কখনো জায়গাটিকে ময়লা করতে না পারে।
পরিষ্কার করতে গিয়ে দেখা যায় বেশিরভাগ আবর্জনাই প্লাস্টিক। যতটা সম্ভব প্লাস্টিক পণ্য ব্যবহার এড়িয়ে চলতে হবে। প্লাস্টিক পণ্য পুনর্ব্যবহার করার চেষ্টা করুন। অথবা অব্যবহারযোগ্য প্লাস্টিক রিসাইকল করতে হবে। বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশ ও বিশ্বকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগাতে হবে।
Started Ended
Number of participants
1
Service hours
6
Beneficiaries
245
Location
Bangladesh
Topics
Healthy Planet
Health lifestyles
Youth Engagement

Share via

Share