বৃক্ষরোপন কর্মসূচি ২০২২
গাছ লাগান পরিবেশ বাঁচান। আমাদের প্রকৃতিতে গাছ লাগানো খুব দরকার কারন আমদের তুলনা মুলক গাছের সংখ্যা কম। এজন্য বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি বার্ষিকী স্বরূপে। এটির আয়োজন ভাবনা( সমাজ ও মানবিক বিকাশ) করেছিল। এ সময় 40 জন রোভাররা স্কুলের শিক্ষার্থীদের সাথে নিয়ে মিলে পার ঘেঁষে যাওয়া নদীর ধারে বৃক্ষরোপণ কর্মসূচিটি চালানো হয়। এর ফলে নদীর পাড়টি কিছু পরিমাণ সুরক্ষিত হয়।এর ফলে নদীর পাড়ে বসবাসকারী মানুষদের বাড়ি বিপদের হাত থেকে রক্ষা পায়। প্রায় ৫০ টি বাড়ি ছিলো । শিক্ষার্থীদের হাতে হাতে কিছু গাছও দেওয়া হয় যাতে তারা তাদের বাড়ির আশে পাশে লাগাতে পারেন।
নদীর পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি চালানোর ফলে ৫০ টি বাড়ির মানুষ রক্ষা পায়।গাছ লাগানোর ফলে এখন নদীর পাড়টি ভেঙ্গে পড়ার সম্ভাবনা অনেক কম। আশেপাশের মানুষগুলোর বাড়ি গুলো রক্ষা পেলো এবং তাদের জীবনএর ঝুঁকিও কমে গেলো।
একতা হয়ে কাজ করলে যেকোনো কাজ খুব সহযে এবং নিষ্ঠার সাথে করা যায়। একতাই বল। প্রকৃতির জন্য ভালো হবে এমন কাজ সকলে মিলে করলে প্রকৃতির জন্য ভালো এবং ব্যাক্তিগত জীবনের জন্য ভালো এবং কল্যানকর হয়