Profile picture for user dibakar saha
Bangladesh

বৃক্ষরোপণ অভিযান

গাছ মানুষের বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই কোন কাজ পরিপূর্ণতা লাভ করে তাই বৃক্ষরোপণে সকলের অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত করে।

তাই মানবসমাজের এই বন্ধুকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের এই ক্যাম্পেইন।উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী পালনের জন্য আমরা 14 জন সদস্য মিলে 2 দিনব্যাপী এই অভিযান করি। যেখানে আমাদের স্কুল ক্যাম্পাসের এলাকা ও আমাদের এলাকা অন্তর্ভুক্ত ছিল। বৃক্ষরোপণ অভিযানে আমরা নিজেরা বৃক্ষরোপণের পাশাপাশি মানুষকেও বৃক্ষরোপণ করতে উৎসাহিত করেছি। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা আমাদের কাজ শেষ করি

To improve the position of nature

বৃক্ষরোপণে সচেতনতা নিয়ে আমাদের ক্যাম্পেইন বর্তমান সময়ে বৃক্ষনিধন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ থেকে গাছপালা কমে যাওয়ার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দিনে দিনে হ্রাস পাচ্ছে, যার ফলে মেরুঅঞ্চলের বরফ গলে যাচ্ছে। উপরন্তু জীবজন্তু তাদের আশ্রয়স্থল হারাচ্ছে। বাংলাদেশের ভূমিতে যেখানে ২৫ ভাগ বনভূমি থাকার কথা ছিল সেখানে বাংলাদেশের মোট বনভূমি ১৭ ভাগ কিংবা তার চেয়েও কম। তাই মানবসমাজের এই বন্ধুকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের এই ক্যাম্পেইন।

Started Ended
Number of participants
14
Service hours
3
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Clean Energy
Healthy Planet
Humanitarian action
Initiatives
Environment and Sustainability

Share via

Share