
বৃক্ষরোপণ অভিযান
সবুজবীথি বৃদ্ধির জন্য বৃক্ষের সমাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে শহরায়নের এই যুগে বৃক্ষের ঘাটতি লক্ষণীয়। তাই ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রপের উদ্যোগে ইউনিটের প্রত্যেক রোভার স্কাউট নিজ নিজ অবস্থানে ৫ টি করে ফলজ, দেশজ,বনজ (যার যার সাধ্য অনুযায়ী) বৃক্ষ রোপণ করে। রবিবার ১১ অক্টোবর এই কর্মসূচী পালন করা হয়।