Profile picture for user nafibitto
Bangladesh

বৃক্ষ রোপন করবো, সুন্দর, সুষ্ঠ, সবুজ সমাজ গড়বো।

গাছ লাগানো বা বৃক্ষরোপণ করে জনসচেতনতা সৃষ্টি করা ও পরিবেশে সবুজের পরিমাণ বৃদ্ধি করে বৈশ্বিক উষ্ণনায়ন কমানো এই প্রোজেক্ট এর মুল উদ্দেশ্য।
আমাদের পরিবেশকে সুস্থ , সুন্দর ও বসবাসযোগ্য রাখতে গাছ রোপণ করে পরিবেশকে পরিশুদ্ধ করে তোলার জন্য আমাদের এই প্রজেক্ট গ্রহণ করা হয়। কারন বর্তমান সময়ে বৃক্ষ নিধন একটি বড় সামাজিক সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য ফেনী জেলায় ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ কর্তৃক ৩২ জন রোভার সদস্য নিয়ে আয়োজন করা হয় বৃক্ষ রোপন কর্মসূচী। সুন্দর, সবুজ প্রকৃতি গঠনের ছোট একটি প্রয়াস ছিল এই কর্মসূচী।
রোভাররা ফেনী জেলার বিভিন্ন জায়গায় ২০০ টিরও বেশি বৃক্ষ রোপন করে এবং বৃক্ষ রোপনে সাধারণ জনগণদের অনুপ্রণিত করে। এছাড়াও পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের কাজ করে ।
পৃথিবীর সূচনালগ্ন থেকে গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে। পরিবেশকে আরো সুন্দর বসবাসযোগ্য করে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আসুন সাবাই মিলে গাছ লাগাই এবং সম্মিলিত সুরে বলি ‘বৃক্ষ রোপন করবো, সুন্দর, সুষ্ঠ, সবুজ সমাজ গড়বো।’
Started Ended
Number of participants
32
Service hours
76
Beneficiaries
750
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity
Clean Energy
Healthy Planet
Initiatives
Environment and Sustainability

Share via

Share