Profile picture for user mursalin05
Bangladesh

বৃক্ষ রোপন অভিযান-২০২২

গাছ মানুষের প্রকৃত বন্ধু ।কিন্তু বর্তমনে পৃথিবীতে বনাঞ্চল এর পরিমান দিনদিন কমেযাচ্ছে । তাই আমাদের সকলের উচিত নিজেদের আসে পাসের ফাকা স্থানে গাছ লাগানো ।
আমরা সকলে রোভাররা কিছু করে চাদা তুলে আমাদের জেলা রোভারের সম্পাদক এর নিকট একটি বৃক্ষ-রোপন অভিজানের প্রস্তাব করি এবং তিনি আমাদের প্রস্তাবে রাজি হয়ে আমাদের সার্বিকভাবে সহায়তা করেন । এবং আমরা মানিকগঞ্জ জেলা স্কাউট ভবন এর চার পাসে বিভিন্ন ফুল ফল এর গাছ লাগাই এবং তার পরিচর্যা শিখি ।
এই বৃক্ষ রোপন অভিযান এ আমরা বিভিন্ন ফলের গাছ ও ফুলের গাজ রোপন করি ।এতে আমাদের স্কাউট ভবনের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে । তার সাথে সাথে আমাদের পরিবেশ অক্সিজেনর চাহিদা ও কিছুটা পুরন হবে । এই সকল গাছ আগে পাসের পরিবেশ এর ভারসাম্য বাজায় রাখবে ।
বৃক্ষ-রোপণ এর গুরুত্ব সম্পর্কে জানতে পারি । এবং আমরা আমাদের সার দের কাছে থিকে গাছ রোপণ এর সঠিক পদ্ধতি শিখতে পারি ।এর পাসাপাসি গাছের পরিচর্যা এবং রক্ষনাবেক্ষন এর ঙ্গান অর্জন করি ।
Number of participants
15
Service hours
90
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Clean Energy
Health lifestyles
Healthy Planet
Initiatives
Environment and Sustainability

Share via

Share