বন্যায় রোভারদের খাদ্য বিতরন
আমরা সকলেই জানি স্বরণ কালে সব চেয়ে ভয়াবহ বন্যা হয়েছে এবার এতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে খাওয়ার সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় যখন আমরা যখন রাস্তায় বের হই, তখন দেখি অনেক মানুষ দেখি যারা না খেয়ে থাকতেছে। এগুলো দেখলে আমাদের নিজেদের জন্য খারাপ লাগে। আমরা মানুষের জন্য আরও কিছু করতে চাই। সবাই ঐক্যবদ্ধ থাকলে যা সম্ভব। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করলে সব সম্ভব, আমার আপনার কারণে ফুটে উঠবে একটা পরিবারের মুখে হাসি।
এই অবস্থায় আমরা আমদের ইউনিটের সবাই মিলে জনগণের জন্য কিছু করার সিদ্ধান্ত নিই এবং সবাই একমত হয়ে টাকা দিই/এবং অনেকের থেকে কালেকশন করি। সেই টাকা দিয়ে আমরা মানুষের জন্য কিছু খাওয়ার কিনি। এটা পেয়ে তারা খুবই খুশি। আমরা চেষ্টা করেছি না খেয়ে থাকা মানুষ গুলোকে সাহায্য করতে এবং তা অল্প হলেও বাস্তবায়ন করতে পেরেছি।
এই পৃথিবীর সকল মানুষ আমরা একে অপরের জন্য। একে অপরের ভালো এবং খারাপ সময় থাকাটাই স্বাভাবিক। যাদের সম্পদ বেশি তাদের দরিদ্র মানুষকে সাহায্য করা উচিত।