বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আজ বলার মত কোন ভাষা নেই। কি দারুন কষ্টে দিন যাপন করছে । ....…...…................................ এই গত সপ্তাহে ছিল একটি হাঁসি খুশি পরিবার। আজ তা নদী গর্ভে বিলীন। আজ আপনাদের বলছি সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচ ঠাকুরি গ্রামের অসহায় মানুষের কথা। সকালে নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া কিছু মানুষ কে উপহার সামগ্রী বিতরণ করতে গিয়েছিলাম। সেখানে এরকম একটি আবেগ ঘন পরিবেশ হবে ভাবী নি । উনার নাম রহিমা খাতুন। গত নদী ভাঙনে তার বাড়ি ঘর সবকিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যখন তার হাতে আমি উপহার সামগ্রী তুলে দেই , তিনি হাউমাউ করে কেদে দেন। সত্যি আমি নিজেও চোখে পানি ধরে রাখতে পারি নি। আসুন আমরা প্রত্যেকে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যার যত টুকু সামর্থ আছে সেই টুকু দিয়ে তাদের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করি। সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Number of participants
50
Service hours
300
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Growth
Partnerships
Communications and Scouting Profile

Share via

Share