বন্যাথদের ত্রাণ বিতরণ

বন্যাদুর্গত মানুষের সাহায্যে আমি কাজ করেছি কারণ এটি আমার দায়িত্ববোধের অংশ। বিপদে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য, আর তাদের জন্য একটু সহায়তা করতে পারাও অনেক বড় কাজ। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো।
তাই আমরা উদ্যোগ নি সকল সাধারণ জনগন থেকে টাকা তুলে বন্যাথদের জন্য ১৩০০ পরিবার এর জন্য কিছু শুকনা খাবার সংগ্রহ করি। আমি এবং আমার ইউনিট গত ২২/০৮/২৪ হতে ২৮/০৮/২৪ পর্যন্ত টাকা উত্তলন করি। এবং ২৮/০৮/২৪ হতে ০১/০৯/২৪ এর মধ্যে লক্ষিপুর উত্তর জয়পুর গিয়ে ঘরে ঘরে ত্রাণ বিতরণ করি।
বন্যাদুর্গত মানুষের সহায়তা করার মাধ্যমে আমি শিখেছি কীভাবে জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে সমন্বয় করতে হয়। মানবিক সংকট মোকাবেলায় সহমর্মিতা, ধৈর্য এবং দায়িত্বশীলতার গুরুত্বও আমি গভীরভাবে উপলব্ধি করেছি। এই অভিজ্ঞতা আমাকে সংকট মোকাবেলায় নেতৃত্বের দক্ষতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধকে আরো শাণিত করেছে।
Started Ended
Number of participants
50
Service hours
66
Beneficiaries
1300
Location
Bangladesh
Topics
Humanitarian action
Youth Engagement
Partnerships

Share via

Share