
বন্যার্তদের(নিজ হাতে তৈরি) খাদ্য বিতরণ
বন্যার্তদের মাঝে(নিজ হাতে তৈরি) খাদ্য বিতরণ
সোনাতলায় বন্যার্তদের মাঝে
বগুড়া জেলা রোভারের খাদ্য বিতরণ
২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বগুড়া সোনাতলার ভিকনেরপাড়া উ”চ বিদ্যালয় মাঠে
বাংলাদেশ স্কাউটস এর তত্ত্বাবধানে ও বগুড়া জেলা রোভারের ব্যবস্থাপনায় বন্যার্তদের মাঝে (নিজ
হাতে তৈরী) খাদ্য বিতরণ করা হয়েছে। সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস
সভাপতি মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা
প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মিনহাদুজ্জামান লিটন। আরও বক্তব্য রাখেন জেলা
রোভারের সম্পাদক এমদাদুল হক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম এএলটি, ভিকনের পাড়া উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন্তেজার রহমান। এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড সালমা
আকতার,তেকানী চুকাই ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম
কুমার জৈন নতুন, অধ্যক্ষ নিলুফা ইয়াছমিন এলটি, স্কাউটার আব্দুল আলিম, স্কাউটার বাবুল
হোসেন, স্কাউটার শফিকুল ইসলাম,স্কাউটার মোকছেদ আলী, স্কাউটার মোস্তাক আহমেদ, স্কাউটার
আসম নাছের, স্কাউটার আশরাফুল আলম,উপজেলা স্কাউট লিডার রফিকুল ইসলাম, কাব স্কাউট লিডার
আনিছুর রহমান,রোভার আবুল খায়ের, হান্নানূর রশিদ, রবিউল ইসলাম, শামিমুল ইসলাম, আব্দুল
বারী, তানভীর রহমান, আরিফুল ইসলাম রনি, জান্নাতুল ফেরদাউস রোদ, সাদিয়া, রাখি খাতুন,
শামছুন নাহার স্বর্ণা, আল আমিনসহ এলাকার কলেজ সমূহের রোভার ও গার্ল -ইন রোভার বৃন্দ।