বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেলক্যাম্প ও ত্রাণ বিতরণ

যেহেতু আমি একজন রোভার স্কাউট, আমার মূল কর্তব্য ই হচ্ছে সেবা। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের উপকারে আসার আনন্দটাই হচ্ছে আমার আসল অনুপ্রেরণা। যেখানে আমার দেশের মানুষ বন্যায় কষ্ট পাচ্ছে, তাদের জীবনের এরকম দুর্দশা সেখানে আমি কীভাবে ঘরে বসে থাকতে পারি। এটাই মূলতঃ আমার প্রধান অনুপ্রেরণা এ কাজ করার।
(স্থান: লক্ষীপুর, চট্টগ্রাম।)এর উদ্দেশ্য আমরা ১৬/০৯/২০২৪ তারিখ রাত ৯ টায় গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা থেকে রওনা দেই। ১৭/০৯/২০২৪ (১ম দিন)স্থান: পূর্ব গোপীনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীপুর। এখানে আমরা প্রায় ১০০০ রোগীর প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করি।১৮/০৯/২০২৪(২য় দিন)স্থান: দক্ষিণ মকদ্দস , সদর, লক্ষ্মীপুর ও আরো ২টি গ্রাম সহ প্রায় ২০০ পরিবারে ত্রাণ বিতরণ করি। ১৯/০৯/২০২৪(৩য় দিন)স্থান: ১নং হামছাদী ইউনিয়ন পরিষদ।এখানেও প্রায় ১০০০ মানুষকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করি।
বন্যার মতো অঞ্চলে কিভাবে মাথা ঠান্ডা রেখে ত্রাণ বিতরণ এর মতো সবা মূলক কাজ করতে হয়। কিভাবে মানব সবা করতে হয়। এসব শিক্ষার মাধ্যমে আমি বিভিন্ন দক্ষতা ও মানুষের মনোভাব সম্পর্কে শিক্ষা পেয়েছি।
Started Ended
Number of participants
6
Service hours
18
Beneficiaries
2200
Topics
Humanitarian action
Healthy Planet
Health lifestyles
Peacebuilding

Share via

Share