বন্যা পরবর্তী পুনর্বাসন - ২

আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ খাগড়াছড়ি জেলার ভুক্তভোগীদের পুনর্বাসনে সহয়তা লক্ষ্যেই এমন উদ্যাগ।
আমরা সারা দেশের বিভিন্ন জায়গা হতে ফান্ড কালেক্ট করে কয়েকটি স্কাউট গ্রুপ মিলে এই পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করি। এতে সমতট মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক জনাব ইকবাল হোসেন পাটোয়ারী স্যার নেতৃত্বে আমরা ৪০ জন রোভার-গার্লস ইন রোভার রামগড়ের স্থানীয় মানুষ জনে সাথে মিলে এই কার্যক্রম সম্পন্ন করি।
দূর সময় মানুষের পাশে দাড়াতে পেরেছি। এবং তাদেরকে পুনরায় স্বাভাবিক জীবন পরিচালনার লক্ষ্যে ক্ষুদ্র প্রচেষ্টা করেছি।
Started Ended
Number of participants
40
Service hours
15
Beneficiaries
400
Location
Bangladesh
Topics
Better Choice
Communications and Scouting Profile
Humanitarian action

Share via

Share