বঙ্গবাজার অগ্নিকান্ডে সহায়তা প্রদান
স্কাউটীং করার মূল লক্ষ্য হচ্ছে জনসেবা। আমার দেশ এবং দেশের মানুষের যেকোনো দরকারে আমি সদা প্রস্তুত।
৪ই এপ্রিল ২০২৩, ভোর ৫টা নাগাদ (আনুমানিক) ঢাকার প্রাণ কেন্দ্র অবস্থিত, দেশের অন্যতম পাইকারি বস্ত্র মার্কেট বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর শুনা মাত্রই বাংলাদেশ স্কাউটস এর পক্ষ হতে সাহায্যের হাত বাড়িয়ে দেই। সেখানে আমি আমার যথা সাধ্য চেষ্টা করেছি সাহায্যের জন্য।
দেশের মানুষ এর থেকে ভয়াবহ অগ্নিকান্ড হয়তবা এটার আগে আর দেখেনি। আমাদের সাহায্য প্রদানে হয়তো অনেকে, অনেকের শেষ বেচে যাওয়া জিনিসগুলো বাচাতে পেড়েছে।
অগ্নিকান্ডটি ঈদ এর কিছুদিন আগে ঘটে, ঈদ কে সামনে রেখে সব দোকানিরাই অনেক মাল মজুত করে রেখেছিলো।
অগ্নিকান্ডে প্রায় হাজার খানেক দোকান পুড়ে যায় এবং প্রায় ৫০ কোটি (আনুমানিক) টাকার ক্ষয়ক্ষতি হয়।
এই ঘটনার থেকে অনেক কিছুই শিখতে পেরেছি,
১. নিজের সুরক্ষা বজায় রেখে অগ্নিকান্ডে সহায়তা করা।
২. জনগনকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া।
৩. এইরকম দূর্যোগে কি কি পদক্ষেপ নিতে হয়।
৪. সবাই দলবধ্য হয়ে কাজ করতে হয়।