Profile picture for user fahim_gosg
Bangladesh

বঙ্গবাজার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে স্কাউট

বাংলাদেশের রাজধানী বঙ্গবাজারে একটি অগ্নি প্রকোপ হয়েছিল। এর ফলে ৫০০০ এর অধিক দোকান জ্বলে গিয়েছিল, যার ফলে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যায়। দোকানদারদের প্রতি সমবেদনা ও সহানুভূতির প্রকাশ করে সারাদেশ। ব্যবসায়ীদের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে এবং ফায়ার ফাইটার্সদের সহযোগিতা করে দ্রুততার সাথে আগুন নেভানোর লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস্ এর রোভার স্কাউটরা বঙ্গ বাজারে আগুন নেভানোর জন্য যায়।
বাংলাদেশ স্কাউটস্ এর বিভিন্ন গ্রুপ তাদের স্বেচ্ছাসেবকদের পাঠায় এই অগ্নিকাণ্ডে সেবা প্রদান করার জন্য। তারপর বাংলাদেশে স্কাউটস্ এর রোভার স্কাউটরা বাংলাদেশ এর অন্যান্য প্রতিষ্ঠান যেমন ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্ট ইত্যাদি এর সাথে সংঘবদ্ধ হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
এই কাজটি করার মাধ্যমে আমি শিখেছি যে সমাজের যে কোনও প্রকার মানবসৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগের সময়ে সমাজ কীভাবে একত্রিত হয়ে সহায়তা করতে পারে। আমি শিখেছি কীভাবে সহায়তা করে অন্যের জীবন পুনরুদ্ধার করা যায়।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
350
Location
Bangladesh
Topics
Humanitarian action
Communications and Scouting Profile
Personal safety

Share via

Share