বঙ্গবাজার অগ্নিকান্ড নিয়ন্ত্রণে সহায়তা
বাংলাদেশ স্কাউট এর যোগদানের একটি মূল কারণ হচ্ছে জুন সেবা, এবং একজন রোভার হিসেবে আমার রোভারিং এর উদ্দেশ্য সেবা।
বাংলাদেশের সবচাইতে বড় বাজার গুলোর মধ্যে একটি হলো বঙ্গবাজার, সেখানে কয়েক হাজার দোকান রয়েছে। ৪ এপ্রিল ২০২৩ হতাথ সেথানে অগ্নি দুর্ঘটনা ঘটে। এই খবর শোনা মাত্র যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে বাংলাদেশ স্কাউট এর পক্ষ থেকে অগ্নি নিয়ন্ত্রণে সহায়তা করি।
সেখানে প্রায় কয়েক হাজার দোকানদার তাদের শেষ সম্পর্কে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করছিল। সেখানে আমরা যেভাবে যা পেরেছি সহায়তা করেছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস , বিমান বাহিনী, নৌবাহিনী তাছাড়াও অনেকগুলো সরকার, বেসরকারি সংগঠন তাদের নিজেদের প্রচেষ্টায় অগ্নিকান্ত নিয়ন্ত্রণে সহায়তা করেছে। আমরাও সেখানে আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি তাদের সহায়তা করার।
সেখানে গিয়ে অনেক কিছুই শেখা হয়েছে, অগ্নিকাণ্ড থেকে নিজেদের সুরক্ষিত রেখে কাজে সহায়তা করা। অগ্নিস্থল থেকে উত্তেজিত জনগণকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া। তাছাড়া বেসামরিক এবং সামরিক বাহিনীকে সহায়তা করা।