বিশেষ ক্রু মিটিং
অদ্য ২৯/১১/২০২০ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত বজায় রেখে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ এর বিশেষ ক্রু মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ ক্রুমিটিং এ স্কাউট অ্যাগ্রো(আম গাছ এবং তুলসী গাছের চারা বিতরণ) , প্লাষ্টিক টাইড টানার চ্যালেঞ্জ ব্যাজের প্রারম্ভিক পর্যায়ের রির্পোট গ্রহণ, রোভার স্কাউটদের মাঝে খাতা কলম বিতরণ কার্যক্রম এবং একজন সহচর পর্যায় সম্পূর্ণ করায় তাকে দীক্ষা প্রদান করেন রোভার লিডার মাহাদেব কুমার গুন।এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ খালেদ হোসেন।