বিশ্ব স্কার্ফ দিবস-২০১৯
প্রতি বছরের মতো বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভার কর্তৃক " বিশ্ব স্কার্ফ দিবস-২০১৯"- উৎযাপিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস,রাজশাহী জেলা রোভারের কমিশনার,সম্পাদক, ডিআরএসএল, আরএসএল ও বিভিন্ন ইউনিট থেকে আগত আরএসএল ও রোভার এবং গার্ল-ইন-রোভারবৃন্দরা।উক্ত এই অনুষ্ঠানের শুরুতে র্যালি এবং পরবর্তীতে আলোচনা সভা মাধ্যমে শেষ হয়।