বিশ্ব পরিযায়ী পাখি দিবস

বিশ্ব পরিযায়ী পাখি দিবস

আজ বিশ্ব পরিযায়ী পাখী দিবস-২০২০ এই উপলক্ষে চায়নাবাঁধ-৩,স্কাউট গার্ডেনে বেলা ৪:৩০মিনিটে বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,রাজশাহী-এর উদ্দ্যোগে মানববন্ধন,পথসভা ও লিফলেট বিতরনের আয়োজন করা হয় । """#পাখীর_মাধ্যমে_যুক্ত_সামগ্র_বিশ্ব"" #পরিযায়ী_পাখি_আমাদের_মেহমান_ #এদের_সংরক্ষণে_সহযোগীতা_করুন পরিযায়ী পাখি সংরক্ষন ও তাদের আবাসস্থল সংরক্ষনের জোর দাবি করা হয় এবং সবশেষে বিরল প্রজাতির বৃক্ষ সংরক্ষক দুর্লভ প্রজাতির বাঁশ ও সিভিট গাছ রোপন করা হয়।এই সিভিট গাছের ফলটি পরিযায়ী পাখীদের কাছে খুব সুস্বাদু ও পছন্দের খাবার হিসেবে পরিচিত।
Number of participants
30
Service hours
60
Topics
Good Governance
Legacy BWF

Share via

Share