বিপি দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিজান
বি পি দিবস ২০২০ ইং উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এতে কাপ্তাই জেলা নৌ রোভার, স্কাউট ও কাব রা অংশগ্রহন করে।এতে স্কাউটস সদস্যরা মিলে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থান পরিষ্কার করে।এতে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মহোদয়,কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর জেলা সচিব কমান্ডার নূরে আলম ছিদ্দিকী,উপজেলা শিক্ষা অফিসার, জেলা নৌ স্কাউটস লিডারন জাহাঙ্গীর আলম,জেলা রোভার লিডার মন্জুরুল ইসলাম ও অন্যান্য লিডারদের।