বিপি দিবস উদযাপন ও পরিচ্ছন্নতা অভিযান২০১৯
কাপ্তাই জেলা নেী স্কাউটস এর আয়জনে বিপি দিবস পালন করা হয় এবং কাপ্তাই উপজেলা ভবন সংলগ্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানের কাপ্তাই জেলা নেী স্কাউটসের সম্মানিত সচিব মহোদয় এবং কাপ্তাই উপজেলার মাননীয় উপজেলা কর্মকর্তা মহোদয় উপস্থিত ছিলেন।