বিপি দিবস ২০২১
Profile picture for user MD SOJIB HOSSAIN_1
Bangladesh

বিপি দিবস ২০২১

গাজীপুর জেলা রোভার আয়োজিত ব্যাডেন পাওয়েল এর ১৬৪তম জন্মদিন উৎযাপন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রোভারের কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম, প্রধান স্কাউট ব্যাক্তিত্ব ছিলেন প্রফেসর এমএ বারী সহ-সভাপতি রোভার অঞ্চল, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শরিফুল ইসলাম ডিআরসি(প্রোগ্রাম) রোভার অঞ্চল, সভাপতি ছিলেন প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার সহ-সভাপতি গাজীপুর জেলা রোভার, মোহা.মোফাজ্জল হোসেন সম্পাদক গাজীপুর জেলা রোভার, অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড.মোঃ আনোয়ার হোসেন যুগ্ম-সম্পাদক গাজীপুর জেলা রোভার। ২২/২/২০২১ইং
Number of participants
110
Service hours
330
Topics
Youth Programme
Legacy BWF

Share via

Share