বিজয় র্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ
বিজয়ের মাস ডিসেম্বর। ১ লা ডিসেম্বর ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজয় মাস ডিসেম্বর এর বিজয় র্যালিতে সেবা প্রদান করে।
বিজয় র্যালিটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভিসি চত্বর থেকে এবং শেষ হয় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা যাদুঘরের সম্মুখে। বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর সম্পাদক এবং প্রধান রোভার স্কাউট লিডার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব মাহমুদুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাননীয় ভাইস চ্যান্সেলর জনাব ড.মোঃ আখতারুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল।
মাননীয় ভাইস চ্যান্সেলর জনাব ড.মোঃ আখতারুজ্জামান বিজয়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অবদানের কথা শিক্ষার্থী এবং জনতার উদ্দেশ্যে তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভারা র্যালিকে সুশৃঙ্খল করতে এবং সফলভাবে র্যালি সম্পন্ন করার জন্য যথাযথ ভূমিক পালন করে।