বিজয় দিবসে ঢাবি রোভারদের কার্যক্রম
বিগত ১৬ ডিসেম্বর ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ১৯৭১ সালে সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের মানুষেরা বিজয় লাভ করে। বিজয় শব্দটি শুধুমাত্র একটি শব্দ নয় এর সাথে মিশে আছে শতসহস্র আবেগ আর অনুভূতি।
রক্তঝরা যুদ্ধে জীবন গেছে বাংলাদেশের দামাল ছেলেদের। ২ লক্ষ মা বোন হারিয়েছে তাদের সম্ভ্রম। অনেক মুক্তিযোদ্ধারা যুদ্ধাহত অবস্থায় বেঁচে আছেন।আজকে যে আমরা সুন্দর বাংলাদেশে বসবাস করছি শান্তির সাথে তার সবটুকু অবদান মুক্তিযোদ্ধাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর সম্পাদক এবং প্রধান রোভার স্কাউট লিডার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব মাহমুদুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং মাননীয় ভাইস চ্যান্সেলর জনাব ড.মোঃ আখতারুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং প্রক্টর ড. গোলাম রাব্বানী,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড.এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন পুষ্পস্তবক অর্পণ এর মুহুর্তে।ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সর্বদা সেবা কার্যক্রমে জড়িত থাকে।