বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প ২০১৯
Profile picture for user Scout boy shahadat_1
Bangladesh

বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প ২০১৯

আমরা স্কাউট গ্রুপ, ঢাকা এর বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ২০১৯। গত ১০-১১ জুন বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কমলাপুরে দীক্ষা প্রদান এর মাধ্যমে গ্রুপ ক্যাম্পের সমাপ্তি হয়। দীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতি, দূর্ণীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান), ও বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড.মোঃ মোজাম্মেল হক খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন কমিশনার, ঢাকা বিভাগ ও গ্রুপ কমিটির অন্যতম সদস্য জনাব জয়নুল বারী, মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও আমার স্কাউট গ্রুপের সম্পাদক জনাব এস এম ফেরদৌস, গ্রুপ কমিটির অন্যতম সদস্য ও সহকারী কমিশনার, ঢাকা জেলা রোভার জনাব বাদশাহ আলমগীর এবং সহকারী আর এস এল বৃন্দ। দীক্ষা অনুষ্ঠান পরিচালনা করেন জনাব কে এম এ এম সোহেল, আরএসএল ২১৪নং আমরা স্কাউট গ্রুপ, ঢাকা ও যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল এবং জনাব জেসমিন আরা বেগম, আরএসএস ২১৫ নং আমরা স্কাউট গ্রুপ, ঢাকা। এ বছর ২১ জন ছেলে ও ৮ জন মেয়ে সহচর পর্যায় থেকে দীক্ষা গ্রহনের মাধ্যমে সদস্য স্তরে পদার্পন করে।এছাড়া ৭ জন কে রোভার কুশলী ব্যাজ প্রদান করা হয়। ১০ তারিখ সকাল ৮ ঘটিকা সকলে উপস্তিত হয়ে সকাল ৯.৩০ ঘটিকায় পতাকা উত্তোলন এর মাধ্যমে ক্যম্পের সূচনা হয়।সারদিন বিভিন্ন স্কাউটিং কার্যক্রমের পর রাতে অনুষ্ঠিত হয় তাবু জলসা। এরপর ভিজিলের মাধ্যমে রাতের বাতি নিভানো হয়। ১১ তারিখ সকালে বিপি পিটি এর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর পরিদর্শন, পতাকা উত্তোলন, দীক্ষা প্রদান, সমাপনী অনুষ্ঠান এবং পরিশেষে পতাকা নামানোর মাধ্যমে ক্যম্পের পরিসমাপ্তি ঘটে।
Started Ended
Number of participants
40
Service hours
1920
Topics
Personal safety
Legacy BWF

Share via

Share