বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২১
#বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২১
দিনাজপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে ও ব্যবস্থাপনায়, দিনাজপুর সরকারি কলেজে গত ২১ - ২২ মার্চ ২০২১ খ্রি: বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন অত্র গ্রুপের
১.গ্রুপ সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ
২.জনাব দাইমুল ইসলাম, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি
৩.রোভার লিডার ও গ্রুপ সম্পাদক জনাব এ কে এম আল আব্দুল্লাহ
৪.রোভার লিডার জনাব মনিষ কুমার রয়
৫.গার্ল ইন রোভার লিডার নাজমা আক্তার জুই
আরো উপস্থিত ছিলেন
৬. জনাব আবু সাঈদ, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল।
৭.জনাব আব্দুর রশিদ, উপ পরিচালক, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল
৮. জনাব লোকমান হাকিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটস।
৯. মোঃ সাজ্জাদ হোসেন, সবেক সিনিয়র রোভার মেট, দি.স.ক.ও সহকারী কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার।
উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট সহ অন্যান্য অতিথি বৃন্দ।
রোভার ও গার্ল ইন রোভার সহ মোট ২৪ জন দীক্ষা গ্রহন করে...