
বাংলাদেশ স্কাউটস দিবস ও জেব্রা ক্রসিং আঁকা
রাস্তায় চলাচলের সময় আমাদের সকলের দায়িত্ব ট্রাফিক সিগনাল ও সকল নিয়ম কানুন মেনে চলা। সকলে যদি ট্রাফিক অাইনের নিয়ম কানুন মেনে চলে তবে দূর্ঘটনা অনেক অংশে কমে যাবে। এছাড়াও রাস্তার উক্ত স্থানে প্রতিদিন দুই হাজারের অধিক শিক্ষার্থী রাস্তা পারাপার হয়। তাই উক্ত স্থানে জেব্রা ক্রসিং আঁকার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ স্কাউটস দিবস- ২০২৫ ইং উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলা রোভারের উদ্দ্যোগে ও অর্থায়নে জেলা শহরের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় গেটে জেব্রা ক্রসিং আঁকা হয়। এসময় রাস্তায় চলাচলকারী গাড়িগুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়। জেব্রা ক্রসিং আঁকা হওয়ার কিছুক্ষণ পর রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করে দেওয়া পর জেলা রোভারের পক্ষ থেকে উক্ত কার্যক্রমের সমাপ্তি করা হয়।
রাস্তায় বা জনসমাগম স্থানে যে কোনো কাজ করার জন্য ধৈর্যের সাথে বিনয়ীভাবে করতে হয়। জেব্রা ক্রসিং থাকলে মানুষের রাস্তা পারাপারের নির্দিষ্টতা সাথে এবং দুর্ঘটনা ঘটার সম্ভবনা কমে যায়।