বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ এর আয়োজনে  ক্রস বার -৩  এ  বৃক্ষ রোপন উৎসব পালন করা হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ এর আয়োজনে ক্রস বার -৩ এ বৃক্ষ রোপন উৎসব পালন করা হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ এর আয়োজনে ক্রস বার -৩ এ বৃক্ষ রোপন উৎসব পালন করা হয়। উক্ত উৎসব শুভ সুচনা করেন পানি সম্পদ মন্ত্রানালয় এর সচিব জনাব কবির বিন আনোয়ার। প্রধান অতিথি মহোদয় কে সেবা মুক্ত স্কাউট দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিট লিডার মো: ইমন আলী ও সেবা মুক্ত স্কাউট দলের স্কাউটস সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ড, ফারুক আহমেদ (উপ- সচিব)। উৎসবে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন করেন।
Number of participants
30
Service hours
210
Topics
Global Support Assessment Tool
Good Governance

Share via

Share