অ্যাডভেঞ্চার চ্যালেন্জ,২০১৯
বাংলাদেশ স্কাউটস, চকরিয়া উপজেলার ১১তম স্কাউট সমাবেশ(২০১৯) এর অন্যতম এক চ্যালেন্জ- 'অ্যাডভেঞ্চার'। স্কাউট ও গার্লস ইন স্কাউট বন্ধুরা খুব কৌতুহলের সাথে এই চ্যালেন্জ মোকাবেলা করে। এই অ্যাডভেঞ্চারে ছিলো টায়ার পাস, বোতলে পানি ভরা, রশি বেয়ে ওপরে ওঠা,পোল মাংকি ব্রীজ ও রোপ মাংকি ব্রীজ অতিক্রম।