অতিথিদের গ্রহণ ও আপ্যায়ন -২০২১
আজ ২০ মার্চ ২০২১ ইং রোজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ- এর সাবেক সিনিয়র রোভার মেট ও বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার(সংগঠন) জনাব শেখ ইউসুফ হারুন স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ অফিস (ডেন) পরিদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্যার রাজশাহী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক খালেক স্যার, বাংলাদেশ স্কাউটস,রাজশাহী জেলা রোভারের কমিশনার ড. ইলিয়াস স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আরএসএস সৈয়দ তৌফিক জহুরি স্যার,আরএসএল নূর ইসলাম বাবু স্যার,সরকারি নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের আরএসএস মোস্তাফিজুর রহমান মিলন স্যার।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস,রাজশাহী জেলা রোভারের ডিআরএসএল মোঃ হেলাল উদ্দিন স্যার সহ বিভিন্ন ইউনিট থেকে আসা আরএসএল, রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দরা।