অতিথি আপ্যায়ন -২০২১
গত ২৯ ও ৩০ জানুয়ারি ২০২১ ইং ঢাকা জেলা রোভার ও থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপ এবং রাজশাহী জেলা রোভার - এর কয়েকজন রোভার এবং গার্ল-ইন-রোভারবৃন্দ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ - ডেনে আসেন। এছাড়াও সাথে আরও কয়েকজন আরএসএল, ডিআরএসএল এবং রাজশাহী জেলা রোভারের সম্পাদকও উপস্থিত ছিলেন। আমরা পরবর্তীতে তাদের নৈশভোজের জন্য রান্না করি এবং তারপর রাতের খাবার পরিবেশন করি।খাওয়া-দাওয়ার শেষে প্রায় সকলে মিলে তাবুজলসার আয়োজন করি এবং রোভার ও গার্ল-ইন-রোভারগণ সকলে মিলে বিনোদনের মাধ্যমে সেই এমুহূর্তটি প্রায় খুব আনন্দিত ও উৎফুল্ল উঠে উঠেছিলো।পরিশেষে,আমরা তাদের রাত্রিযাপনের জন্য বিশ্রামের ব্যবস্থা করি।