Ashkona Hajj Camp at Dhaka Airport. 2023

একজন স্কাউটের প্রতিশ্রুতি হল নিজেকে, তার দেশকে এবং অন্যদের সাহায্য করা। আমি এই ধারা অব্যাহত রাখব এবং রোভার স্কাউটের অঙ্গীকার অনুযায়ী 2023 হজ ক্যাম্পে হজ সম্প্রদায়ের সেবা করার চেষ্টা করেছি
ঢাকা বিমানবন্দরের আশকোনা হজ ক্যাম্পে আমার প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি ১৯ই জুন থেকে ২৬শে জুন পর্যন্ত ১২ টি শিফটে হজযাত্রীদের সহায়তা করেছি। প্রতিটি শিফট আমার ছয় ঘন্টা স্থায়ী হয়. ১২ টি শিফটের মধ্যে 10টিতে আমি প্রধান ফটকে ডিউটিতে ছিলাম এবং আমার প্রধান কাজ ছিল হজ ক্যাম্পে প্রবেশকারী হজযাত্রীদের পরিচয় যাচাই করা। আর বাকি দুটি শিফটের জন্য, আমি ডাটাবেসে ডরমিটরিতে প্রবেশকারী এবং তাদের দায়িত্ব পালনকারী প্রত্যেক হজযাত্রীর যোগাযোগের তথ্য সংরক্ষণ করেছি।
আমার এবং এই প্রকল্পের অন্যান্য দলের সদস্যদের কাজের মাধ্যমে, হজ ক্যাম্পে থাকা শত শত মানুষ নিজেদের এবং তাদের জিনিসপত্রের জন্য বিভিন্ন তথ্য এবং নিরাপত্তা পেয়েছে। হজযাত্রীদের সেবা করার পাশাপাশি, আমরা অন্যান্য প্রতিরক্ষা বাহিনীকেও সহায়তা করেছি, যেমন পুলিশ সহ আমরা সাথে সেবা দেওয়া একটি সংগঠন আঞ্জুমান।
এই প্রকল্পের মাধ্যমে, আমি গুরুতর পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে শিখেছি, অন্যের সাথে অভদ্র না হয়ে ধৈর্যের সাথে আমার দায়িত্ব পালন করতে শিখেছি। এবং হাজী দের সেবা দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে হজ্জ্ব করার তৌফিক দান করুক। আমিন।
Started Ended
Number of participants
1
Service hours
30
Beneficiaries
945
Location
Bangladesh
Topics
Global Support Assessment Tool
Inner peace and spirituality
Youth Programme

Share via

Share