আসন্ন শারদীয় দূর্গাপূজা  উদযাপন উপলক্ষে  "রোভার স্কাউট সেচ্ছাসেবক দের"  ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
Profile picture for user Salehur Rahman Sajeeb_1
Bangladesh

আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে "রোভার স্কাউট সেচ্ছাসেবক দের" ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।

আসন্ন শারদীয় দূর্গাপূজা স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে "রোভার স্কাউট সেচ্ছাসেবক দের" ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়পুরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন চন্দ্র রায় এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম সোলায়মান আলী। শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে উদযাপন করতে উপজেলা প্রশাসন নিম্নবর্নিত পদক্ষেপ গ্রহন করেছেঃ ১) উপজেলার ১০৯ টি পূজা মন্ডপের সার্বিক বিষয় তদারকির জন্য প্রতি ০৫ টি মন্ডপের বিপরীতে একজন করে কর্মকর্তাকে দ্বায়িত্ব প্রদান করা; ২) ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সংশ্লিষ্ট ইউনিয়ন এর অন্তর্গত পূজা মন্ডপে "সম্প্রীতি টীম" গঠন করে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা গ্রহন করা; ৩) ইউনিয়ন ও পৌরসভার অন্তর্গত পূজা মন্ডপের জন্য রোভার ও স্কাউটের সমন্বয়ে "রোভার/ স্কাউটস স্বেচ্ছাসেবক" গঠন করে, স্বাস্থ্যবিধি প্রতিপালন, ইভটিজিং, বুলিং, হয়রানিসহ অন্যান্য বিষয় মনিটর করা হবে। ৪) প্রত্যেক মন্ডপে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জসহ, মন্ডপ কমিটির সভাপতি/ সেক্রেটারি, তদারকি কর্মকর্তা, রোভার/ স্কাউটস স্বেচ্ছাসেবক এর মোবাইল নাম্বার সম্বলিত তালিকা দৃশ্যমান জায়গায় টাঙ্গানো; ৫) সার্বিক বিষয় দেখভালের জন্য উপজেলা প্রশাসন এর কর্মকর্তা সমন্বয়ে কেন্দ্রীয় মনিটরিং টীম গঠন; ৬) উপজেলা প্রশাসন এর কেন্দ্রীয় কন্ট্রোল রুম গঠন; ৭) মন্ডপে প্রয়োজনীয় সংখ্যক গ্রাম পুলিশ সার্বক্ষণিক মোতায়েন। উল্লেখ্য, আইন শৃংখলা বাহিনীর সার্বক্ষণিক টহল, আনসার বাহিনীর টহল অব্যাহত থাকবে।
Number of participants
67
Service hours
201
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Partnerships
Communications and Scouting Profile

Share via

Share