Profile picture for user md samiul hasan
Bangladesh

অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি

সমাজে এমন অনেক মানুষ আছে যারা পর্যাপ্ত খাবার কিংবা সাহায্য পাচ্ছে না। স্কাউট হিসেবে আমাদের দায়িত্ব এই মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে একটু হাসি ফোটানো। এই চিন্তা থেকেই আমরা ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করি।
আমাদের স্কাউট দল প্রথমে দরিদ্র ও অসহায় মানুষের একটি তালিকা করে। এরপর ত্রাণসামগ্রী (চাল, ডাল, তেল ইত্যাদি) সংগ্রহ করে প্যাকেট তৈরি করি। নির্ধারিত দিনে সুশৃঙ্খলভাবে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। স্কাউট সদস্যরা পুরো কার্যক্রমে শৃঙ্খলা ও সহানুভূতির সাথে দায়িত্ব পালন করে।
এই প্রকল্পের মাধ্যমে আমি বুঝেছি, সমাজে অনেক মানুষ আছে যারা আমাদের সাহায্যের অপেক্ষায় থাকে। স্কাউট হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। একসাথে দলবদ্ধভাবে কাজ করলে বড় কোনো উদ্যোগও সফলভাবে বাস্তবায়ন করা যায়। এছাড়া, শৃঙ্খলা, সহমর্মিতা এবং নেতৃত্বের গুণগুলোও অর্জন করেছি।
Number of participants
20
Service hours
6
Beneficiaries
30
Location
Bangladesh
Topics
Humanitarian action
SDGS

Share via

Share