
অসহায়, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
অসহায়, দুস্থদের মাঝে সহযোগিতা
পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে "ইভেন্ট: আলোকিত আনন্দ" এর আওতায় সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে ও সচ্ছলতা এসোসিয়েশনের আয়োজনে ১৪৫ টি পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। এবছর ৩টি ভেন্যু (লোটাস কনভেনশন সেন্টার, আফসার হোসেন সিআরপি সেন্টার, দারুস সালাম মসজিদ কমপ্লেক্স) থেকে অসহায় নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর সুষ্ঠু বন্টন নিশিত করে সচ্ছলতা এসোসিয়েশন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এবং থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট সহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
Quality is very Important.