আশামনি শিশুর লাশ উদ্ধার অভিযান
১লা ফেব্রুয়ারি, ২০২০ তারিখ শনিবার বিকাল ৪টার দিকে মেরাজনগর ডি-ব্লকের বাসার পাশে রায়েরবাগ কদমতলী সড়কে ডিএনডি খালে পড়ে নিখোঁজ হয় শিশু ৫ বছরের শিশু তোহামনি ওরফে আশামনি। দূর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান শুরু করে। এবং দূর্ঘটনার খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হবার পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে যোগাযোগ করে দূর্ঘটনায় অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে অংশগ্রহনে জন্য ঘটনাস্থলে উপস্থিত হয় বাংলাদেশ স্কাউটস এর ৪টি স্কাউট ইউনিটে ৩৭ জন স্কাউট ও রোভার স্কাউট সদস্য। যথাক্রমেঃ ১। ডেমরা ওপেন স্কাউট গ্রুপ , ২। স্যার সলিমুল্লাহ কলেজ রোভার স্কাউট গ্রুপ, ৩. বর্নমালা স্কুল স্কাউট দল। ০১/০২/২০২০ তারিখ শনিবার রাত ৪.২০ ঘটিকা হতে ০৬/০২/২০২০ দুপুর ৩.০০ মিনিট পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। ০৬/০২/২০২০ তারিখ দুপুর ১.৪৫ মিনিটে শিশু তোহামনি ওরফে আশামনির লাশ উদ্ধার করা হয়। উক্ত অনুসন্ধান ও উদ্ধার অভিযান স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত সকল স্কাউট এবং রোভার স্কাউটদের দিক নির্দেশনা, খাদ্য ব্যবস্থাপনা, দায়িত্ব বন্টন, সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করছে। ১। মোঃ সাব্বির হোসেন, সাবেক সিনিয়র রোভার মেট, ডেমরা ওপেন স্কাউট গ্রুপ, ২। মোঃ মনিরুজ্জামান রিফাত, সিনিয়র রোভার মেট, স্যার সলিমুল্লাহ কলেজ রোভার স্কাউট গ্রুপ।