আর্থ আওয়ার পালন
বিশ্বব্যাপী স্বীকৃত একটি শিক্ষামূলক যুব আন্দোলন। স্কাউটিংয়ের মাধ্যমে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে স্কাউটরা তাদের ব্যক্তি জীবনে, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে। এ পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সকলের।
"Give an Hour for Earth" এই ধরণীকে রক্ষায় বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপি ২৩ মার্চ ২০২৪ শনিবার "আর্থ আওয়ার ২০২৪” উদযাপন করা হয় । আর্থ আওয়ার উপলক্ষে স্থানীয় জনসাধারণ,ছাত্র-ছাত্রীসহ পথচারীদের সচেতন ও উদ্বুদ্ধ করণে অংশগ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভারবৃন্দ।
প্রত্যেক বছর মার্চ মাসের শেষ শনিবার সারা বিশ্ব জুড়ে পালিত হয় আর্থ আওয়ার ডে (Earth Hour Day) , প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ অপচয়ে ক্রমেই ধ্বংসের পথে হাঁটছে পৃথিবী। প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতেই পালিত হয় Earth Hour Day । এই বিশেষ দিনে বিশ্বের একাধিক প্রভাবশালী সংস্থা সহ বহু মানুষের বাড়িতে প্রায় ঘন্টাখানেক আলো নিভিয়ে রাখা হয়। প্রতীকীভাবে বিশ্ববাসীকে অন্ধকারে রেখে বুঝিয়ে দেওয়া হয় প্রাকৃতিক সম্পদের অনিষ্ঠ করলে আমাদের আগামীও অন্ধকারেই ডুবে থাকবে।