‘আর্থ আওয়ার ডে ২০১৯’ উৎযাপন উপলক্ষে র্যালি
পরিবেশ সচেতনতায় শক্তির অপচয় রোধ করতে, বিদ্যুৎ বন্ধ রেখে ‘আর্থ আওয়ার’ পালন করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে ‘আর্থ আওয়ার ডে ২০১৯’ উৎযাপন উপলক্ষ্যে র্যালি করেছে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ। ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর শামীম আরা বেগম, রোভার স্কাউট লিডার মোসাঃ আয়েশা আক্তার, সাবেক সিনিয়র রোভার মেট আবুল কাশেম, নূর মোহাম্মদ মুহসিন, আল মামুন তুহিন এবং বর্তমান সিনিয়র রোভার মেট আবু বকর সিদ্দিক, শাওন আলী, কে. এম. তারেক আজিজ সুমন এবং মোঃ রাজিব এর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন করতে প্রায় শতাধিক রোভার স্কাউট সহচর, সদস্য, সহকারী রোভার মেট, এবং রোভার মেটদের নিয়ে উক্ত র্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত রোভার স্কাউটরা নানা সচেতনতা মূলক প্ল্যাকার্ড এবং শ্লোগান দিতে থাকে।
র্যালি পূর্ব আলোচনা অনুষ্ঠানে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ও ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর শামীম আরা বেগম বলেন ‘ বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে যেমনি আমরা অনেক এগিয়েছি কিন্তু নানান ক্ষেত্রে এর অপব্যবহারে ফলে নানা ধরনের সমস্যার সৃষ্টি ও হচ্ছে। আর্থ আওয়ার পালনের মাধ্যমে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে রাখার প্রতীকী বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এর মাধ্যমে আমরা শক্তির অপচয় রোধ করতে কিছুটা হলেও সচেতন হবো। তবে সবচেয়ে বড় কাজ হলো এই একঘন্টা শক্তির অপচয় রোধের বিষয়টিকে বিষটিকে সারা বছর ধরে চালু রাখা।'
র্যালিতে অংশগ্রহণ করা রোভার স্কাউটরা মনে করেন এই কার্যক্রম সারা দুনিয়ায় আরও কার্যকরভাবে ছড়িয়ে দিলে এর সুফল আরো জোড়ালো হবে।
ধন্যবাদান্তে
মোঃ রাকিবুল হাসান তামিম
রোভার মেট
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ