Profile picture for user Lamia_1
Bangladesh

আর্থ আওয়ার ২০২৩ উদযাপন।

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব জুড়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হল 'আর্থ আওয়ার' (Earth Hour)। 'আর্থ আওয়ার' হল বছরের একটি নির্দিষ্ট দিনে এক ঘণ্টা বাড়িঘর-সহ বিভিন্ন জায়গার আলো নিভিয়ে রাখা।
আর্থ আওয়ার ২০২৩ উদযাপন বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার -এর রোভারগণ উদযাপন করেন আর্থ আওয়ার ২০২৩ এবং বাংলাদেশ স্কাউটস, স্পেশাল ইভেন্টস বিভাগ -এর প্রেরিত ওয়াগল ২৫মার্চ রোভারদের মাঝে বিতরন করেন, মোঃ জাহিদুল ইসলাম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার। এবং আমরা ননস্কাউট ৬০ জন এর মত লোকদের Earth Hour 2023 সম্পর্কে ধারণা প্রদান করি।
জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব জুড়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হল 'আর্থ আওয়ার' (Earth Hour)। 'আর্থ আওয়ার' হল বছরের একটি নির্দিষ্ট দিনে এক ঘণ্টা বাড়িঘর-সহ বিভিন্ন জায়গার আলো নিভিয়ে রাখা। আমাদের এক ঘন্টার এই ছোট পদক্ষেপ জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বেপক ভূমিকা পালন করে।এই ছোট ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যম আমরা পুরো পৃথিবীবাসি উপকৃত হব।
আমাদের ছোট একটি পদক্ষেপ Earth Hour 2023: জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব জুড়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ। `আর্থ আওয়ার` হল বছরের একটি নির্দিষ্ট দিনে এক ঘণ্টা বাড়িঘর-সহ বিভিন্ন জায়গার আলো নিভিয়ে রাখা। আমাদের ছোট পদক্ষেপ রক্ষা করতে পারে আমাদের পৃথিবীকে।আমাদের এগিয়ে আসতে হবে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায়
Number of participants
1
Service hours
1
Beneficiaries
60
Location
Bangladesh
Topics
Clean Energy
Healthy Planet
Humanitarian action

Share via

Share