আরেকটি পরিবারকে বাঁচার স্বপ্ন দেখানো...
কয়েকদিন আগে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামে ইসমাঈল মোল্লা নামের এক দিনমজুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহত ব্যক্তিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমরা 'খাতা-কলম' পরিবার ইসমাইল মোল্লার বাড়িতে তার মা, স্ত্রী ও এতিম সন্তানদের জন্য কিছু সামান্য সাহায্য ও ভালবাসা নিয়ে গিয়েছিলাম। ১টি মা-ছাগল, ১০ কেজি চাউল, আর কিছু খাবার পৌঁছে দিয়েছি কারেন্ট শর্ট সার্কিটে মৃত ইসমাইল মোল্লার( বারইপাড়া) পরিবারের নিকট।
আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে এমন ভাবে সাহায্য করা যাতে মানুষটি কিছুটা স্বাবলম্বী হতে পারে। কিংবা পরিবারটিকে যেন অন্যের কাছে আর সাহায্য চাইতে না হয়। আমাদের সামর্থ্য প্রচণ্ড কম, কিন্তু ইচ্ছা শক্তি প্রবল। আমাদের এই ক্ষুদ্র কাজটির মাধ্যমে পরিবারটি কিছুটা উপকৃত হলেও আমাদের উদ্দেশ্য এবং শ্রম সার্থক হবে।
খাতা-কলম পরিবারের প্রতিটা সদস্য ও উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
বিশেষ কৃতজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) এর এরিয়া ম্যানেজার জনাব আরিফুল ইসলামের প্রতি, যিনি এই কাজটিকে সফল করতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।