আন্তর্জাতিক মা দিবস ও নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও আলোচনা অনুষ্ঠান
Profile picture for user scouttahsinahmedshuvo@gmail.com_1
Bangladesh

আন্তর্জাতিক মা দিবস ও নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও আলোচনা অনুষ্ঠান

আন্তর্জাতিক মা দিবস ও নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত
অনলাইন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও আলোচনা অনুষ্ঠান

আন্তর্জাতিক মা দিবস ও নারী দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউটস এর গার্ল-ইন-স্কাউটিং বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন প্রতিযোগিতার “ফলাফল ঘোষণা ও আলোচনা সভার”উদ্বোধনী অনুষ্ঠান ১৭ জুন ২০২১  সকাল ১০-৩০ মিনিটে জুম অ্যাপস ব্যবহারের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন জাতীয় উপকমিশনার (গার্ল-ইন-স্কাউটিং) ও অধ্যক্ষ, সবুজবাগ সরকারি কলেজ, ঢাকা প্রফেসর শামিম আরা বেগম।

অনুষ্ঠানের ২য় পর্ব ‘আলোচনা অনুষ্ঠান’ শুরু হয় সকাল ১০-৫০ মিনিটে । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস। এরপর আলোচনা অনুষ্ঠানে শুরুতেই “স্কাউটিং এ নারী” বিষয়ে আলোচনা করেন জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), কাজী নাজমুল হক নাজু এবং “মা” বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ স্কাউটস এর সহ সভাপতি, প্রফেসর নাজমা শামস। 

আন্তর্জাতিক মা দিবস ও নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও আলোচনা সভা এর সমাপনী অনুষ্ঠান সকাল ১১-৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ, সম্মানিত ফেলো, গ্লোবাল সেন্টার অন এডাপটেশন (জিসিএ), বিশেষ দূত, ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) প্রেসিডেন্সি ও কমিশনার, কমিশন অন বায়োডায়ভার্সিটি। 

অনুষ্ঠানসমূহে বাংলাদেশ স্কাউটস এর বিবিন্ন জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায় থেকে কাব স্কাউট, গার্র ইন স্কাউট, গার্ল ইন রোভার স্কাউট ও স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (গার্ল-ইন-স্কাউটিং) প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য্য।

মা এর প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ যথাযোগ্য মর্যাদায় মা দিবস পালন করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার “মা দিবস”পালিত হয়ে থাকে। এ বছর মে মাসের দ্বিতীয় রবিবার ৯ মে ২০২১ তারিখ “মা দিবস” কে স্মরণ করে বাংলাদেশ স্কাউটস, গার্ল-ইন-স্কাউটিং বিভাগ শাখা ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। গার্ল-ইন-কাব স্কাউট শাখার জন্য চিত্রাংকন প্রতিযোগিতা, গার্ল-ইন-স্কাউট শাখার জন্য কবিতা লিখন প্রতিযোগিতা এবং গার্ল-ইন-রোভার স্কাউট শাখার জন্য রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি প্রতিযোগিতায় বিচারকের বিচারমান অনুযায়ী ০৩ জনকে পুরষ্কৃত করা হয় ।

Number of participants
200
Service hours
2000
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Communications and Scouting Profile

Share via

Share