আন্ত: ইউনিট অনলাইন বিতর্ক প্রতিযোগিতা ।

আন্ত: ইউনিট অনলাইন বিতর্ক প্রতিযোগিতা ।

আন্ত: ইউনিট অনলাইন বিতর্ক প্রতিযোগিতা-২০২০। বাংলাদেশ স্কাউটস এর ইতিহাসে "আন্তঃ ইউনিট অনলাইন বিতর্ক প্রতিযোগিতা ২০২০" এর মতো একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের কর্ণধার হতে পেরে 'একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ' অত্যন্ত আনন্দিত। গত ০১-১২ মে, ২০২০ আয়োজিত হয়ে গেলো "আন্তঃ ইউনিট অনলাইন বিতর্ক প্রতিযোগিতা ২০২০"। এই আয়োজনে প্রধান স্কাউট ব্যক্তিত্বের আসন অলংকৃত করেন বাংলাদেশ স্কাউটস এর মাননীয় সভাপতি, জনাব, মোঃ আবুল কালাম আজাদ। এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতাটিকে আমরা ৫টি পর্বে ভাগ করি যেখানে পর্বগুলোর নাম ছিল মুক্তিযুদ্ধের আলোকে। যেহেতু একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে চলছে সেহেতু প্রতিটি পর্বকে আমরা মুক্তিযুদ্ধের আলোকে যথাক্রমে 'অভ্যূত্থান', 'সংগ্রাম', 'মুক্তি', 'স্বাধীনতা' এবং 'বিজয়' নামকরণ করি। সারাদেশ থেকে ২০টি স্কাউট দল আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করে। মজার বিষয় ছিল দলের সদস্যরা কেউ ছিলো দেশের একপ্রান্তে তো কেউ ছিল দেশের অন্যপ্রান্তে। অর্থাৎ যে যার যার অবস্থান থেকে এই প্রতিযোগিতায় সামিল হয়। আমাদের সম্মানিত বিচারকগণের নিকট আমরা চিরকৃতজ্ঞ থাকবো কেননা তাঁরা এই কঠিন পরিস্থিতিতেও নিজেদের অবস্থান থেকে আমাদেরকে এই বিতর্ক প্রতিযোগিতা পরিচালনায় সহায়তা করেছেন। আমাদের অংশগ্রহণকারীদের সাথে আমাদের সম্মানিত বিচারকগণের একটি মিল ছিল আর সেটি হলো আমাদের বিচারকগণও সবাই ঢাকায় ছিলেন না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা আমাদের সাথে যুক্ত ছিলেন।
Started Ended
Number of participants
250
Service hours
18000
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Partnerships
Growth
Communications and Scouting Profile

Share via

Share