আনন্দ শোভাযাত্রা
আনন্দ মিছিলে শিক্ষার্থীরা : আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানের সভাস্থলে প্রবেশ করছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টার পর থেকেই সভাস্থলে আসতে শুরু করে শিক্ষার্থীরা। দুপুর ১টার মধ্যেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। রাজধানীর সেগুনবাগিচার রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা দুপুর সাড়ে ১২টার দিকে এসে পৌঁছায় টিএসসির দিক থেকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে প্রবেশের রাস্তায়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা শিক্ষার্থী মায়মন আক্তার বলে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আনন্দে আমরা শোভাযাত্রা করছি। আমাদের সাথে আমাদের ম্যাডামরাও আছেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজের এক শিক্ষার্থী 'পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারে না' সস্নোগান লেখা একটি প্লাকার্ড হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। টিএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, আমরা আনন্দিত এ ভাষণের স্বীকৃতিতে। সেই আনন্দ ভাগাভাগি করতে এসেছি। মৎস্য ভবন মোড় দিয়ে অগ্রসর হওয়া এ কে. হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাবিনা আক্তারা বলে, বাঙালি জাতির সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে এই ভাষণটি ছিল প্রকৃত দিক নির্দেশনামূলক। সেটির স্বীকৃতির উদযাপনে অংশ নিতে পেরে ভালো লাগছে।