অনলাইনে রংপুর ও সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
Profile picture for user Ahasnat_1
Bangladesh

অনলাইনে রংপুর ও সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় অদ্য ১১ই মে (জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে) রংপুর ও সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উক্ত প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করেন জাতীয় কমিশনার (প্রোগ্রাম), জনাব মো: আতিকুজ্জামান রিপন।এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় উপ-কমিশনার,আঞ্চলিক সম্পাদক,আঞ্চলিক উপ-কমিশনার সহ অতিথীবৃন্দ। প্রশিক্ষক হিসেবে ছিলেন, মো: ইয়াছিনুর রহমান রাকিব,(পিআরএস,.এ.এলটি), মো: মুস্তাফিজুর রহমান(পিআরএস) মোহাম্মদ আবুল খায়ের,(পিআরএস),সৈয়দ জাহাঙ্গীর আলম,( পিআরএস) এবং মোহাম্মদ কায়েস। ওয়ার্কশপ হোস্ট হিসেবে ছিলেন রোভার অঞ্চলের ভারপ্রাপ্ত সম্পাদক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল । এছাড়াও আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি কাজী জাকিউল ইসলাম,রংপুর বিভাগীয় সহযোজিত সদস্য মো: জহুরুল হক। উক্ত ওয়ার্কশপে প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী সহ মোট ১০০ জন স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন । ওয়ার্কশপে আলোচনা করা হয় সিনিয়র রোভার মেটের দ্বায়িত্ব কর্তব্য,পি.আর.এস ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড নিয়ে।
Number of participants
100
Service hours
700
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Good Governance
Partnerships
Growth
Communications and Scouting Profile

Share via

Share