অনলাইনে রংপুর ও সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
Profile picture for user Yeasen Hossain Emon_1
Bangladesh

অনলাইনে রংপুর ও সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় অদ্য ১১ই মে (জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে) রংপুর ও সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উক্ত প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করেন জাতীয় কমিশনার (প্রোগ্রাম), জনাব মো: আতিকুজ্জামান রিপন।এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় উপ-কমিশনার,আঞ্চলিক সম্পাদক,আঞ্চলিক উপ-কমিশনার সহ অতিথীবৃন্দ। প্রশিক্ষক হিসেবে ছিলেন, মো: ইয়াছিনুর রহমান রাকিব,(পিআরএস,.এ.এলটি), মো: মুস্তাফিজুর রহমান(পিআরএস) মোহাম্মদ আবুল খায়ের,(পিআরএস),সৈয়দ জাহাঙ্গীর আলম,( পিআরএস) এবং মোহাম্মদ কায়েস। ওয়ার্কশপ হোস্ট হিসেবে ছিলেন রোভার অঞ্চলের ভারপ্রাপ্ত সম্পাদক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল । উক্ত ওয়ার্কশপে প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী সহ মোট ১০০ জন স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন । ওয়ার্কশপে আলোচনা করা হয় সিনিয়র রোভার মেটের দ্বায়িত্ব কর্তব্য,পি.আর.এস ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড নিয়ে।
Number of participants
100
Service hours
200
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Global Support Assessment Tool
Communications and Scouting Profile

Share via

Share