অনলাইন রোভার পারদর্শিতা ব্যাজ কোর্স - ২০২০
Profile picture for user sayedbpith@gmail.com_1
Bangladesh

অনলাইন রোভার পারদর্শিতা ব্যাজ কোর্স - ২০২০

"অনলাইন রোভার পারদর্শিতা ব্যাজ কোর্স- ২০২০"। . সুপ্রিয় রোভারবৃন্দ, আমরা স্কাউট গ্রুপ, ঢাকা কর্তৃক আয়োজিত প্রথম অনলাইন রোভার পারদর্শিতা ব্যাজ কোর্স এর প্রথম পর্ব "রোভার কুশলী ব্যাজ সম্পর্কিত ধারণা প্রদান ও বিস্তারিত আলোচনা" তে অংশগ্রহণকারী সকলকে জানাই অশেষ ধন্যবাদ। . এবারে আমাদের কোর্সের দ্বিতীয় পর্যায়ে রয়েছে "স্কাউট কর্মী" ব্যাজের "প্রাথমিক প্রতিবিধান" বিষয়টি সম্পর্কে ধারনা প্রদান ও বিস্তারিত আলোচনা। • উক্ত কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন : ১) ডা. নুসরাত জাহান স্নিগ্ধা, এমবিবিএস (ঢাবি) সিনিয়র মেডিকেল অফিসার, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, সদস্য, আমরা স্কাউট গ্রুপ, ঢাকা। ২) জনাব ড. কে.এম.এ.এম. সোহেল, এলটি যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, রোভার স্কাউট লিডার, আমরা স্কাউট গ্রুপ, ঢাকা। . যেহেতু প্রাথমিক প্রতিবিধান এর পরিধি বেশ বিস্তৃত এবং হাতে কলমে শেখার বিভিন্ন বিষয় রয়েছে, কাজেই দ্বিতীয় পর্যায়ের কোর্সটি আয়োজিত হবে তিন দিনে মোট ৩টি সেশনের মাধ্যমে। কোর্স শেষে মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। . ★কোর্সের তারিখ - ২১ই মে (বৃহস্পতিবার), ২২শে মে (শুক্রবার), ২৩শে মে(শনিবার)। ★কোর্সের ব্যাপ্তিকাল : ২ঘন্টা। ★রিপোর্টিং টাইম : দুপুর ২.৩০টা। ★মাধ্যম : Zoom Cloud Meeting App ★★কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।★★ . • উল্লিখিত তারিখগুলোতে মোট তিনদিন দুপুর ২.৩০টা থেকে বেলা ৪.৩০টা পর্যন্ত (২ ঘন্টা) কোর্সটি অনুষ্ঠিত হবে। • সারা বাংলাদেশের সদস্য ও প্রশিক্ষণ স্তরের যেকোন রোভারই অংশগ্রহণ করতে পারবেন কোর্সটিতে। • কোর্সে অংশগ্রহণের জন্যে নিচের Google Form লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। https://bit.ly/2X2gLhB •‌‍ রেজিষ্ট্রেশনের পর অংশগ্রহণ এর জন্যে নির্বাচিত হলে আপনার ই-মেইল আইডিতে একটি কনফার্মেশন মেইল পাঠানো হবে। • কোর্সের Zoom meeting ID এবং Password দিয়ে দেয়া হবে গুগোল ফর্মের মাধ্যমে রেজিষ্ট্রেশনকৃত রোভারদের নিজ নিজ ইমেইলে। কনফার্মেশন মেইল ব্যতীত কেউ কোর্সে অংশগ্রহণ এর সুযোগ পাবেন না। • কোর্সের অংশগ্রহণকারী ধারন সংখ্যা সীমিত। প্রথম ১০০জন রেজিষ্ট্রেশনকারীই শুধুমাত্র কোর্সটি করার সুযোগ পাবেন। •কোর্স শেষে মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। • যদি আপনি তিনদিনের সেশনেই পুরোপুরি অংশগ্রহণ করতে পারবেন বলে মনে করেন তবেই শুধুমাত্র রেজিষ্ট্রেশন করুন। . বিশ্বব্যাপী করোনা প্রকোপের এই সংকটকালীন সময়ে ঘরে বসে নিজের স্কাউটিং জ্ঞান ও দক্ষতাকে আরো একটু সমৃদ্ধ করতে দেরী না করে এখনই আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। . কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আমরা স্কাউট গ্রুপের ফেসবুক পেইজে :- www.facebook.com/amra.scout . ধন্যবাদ। #ASG #Stay_Home_Stay_Safe
Started Ended
Number of participants
100
Service hours
20000
Topics
Youth Engagement
Youth Programme
Personal safety
Legacy BWF
Communications and Scouting Profile

Share via

Share