অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপসে অনুষ্ঠিত প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেন্জ্ঞ ব্যাজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেন্জ্ঞ ব্যাজ অর্জনের লক্ষ্যে এগোনোর জন্য যে কার্যক্রম গুলো আমাদের করনীয় সে বিষয়গুলো নিয়ে যুক্তি সংগত আলোচনা করা হয়। অনলাইনের মাধ্যমে আমরা খুব সহজেই এই প্রোগ্রামটি সুষ্ঠু ভাবে অংশগ্রহন করে প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেন্জ্ঞ ব্যাজ সম্পর্কে নানাবিধ তথ্য সংগ্রহ করেছি। পরিবেশকে দূষণ মুক্ত করার লক্ষ্যে প্লাস্টিক পুনঃব্যবহার করতে হবে। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছি তাতে প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেন্জ্ঞ ব্যাজের তিনটি পর্যায়ের কাজ যেমন প্রারম্ভিক,নেতৃত্ব ও চ্যাম্পিয়েন পর্যায়ের কাজ গুলো সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করতে পারবো।
Number of participants
61
Service hours
7442
Topics
Youth Programme
Personal safety
Communications and Scouting Profile
Partnerships

Share via

Share