অনলাইন মিটিং

অনলাইন মিটিং

অদ্য ০৬ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ রোজ সোমবার বেলা ১১.০০ টা হতে ২.৩০টা পর্যন্ত বগুড়া পলিটেকনিক রোভার স্কাউটের আয়োজনে Online Zoom Meeting এ সাপ্তাহিক ক্র মিটিং অনুষ্ঠিত হয়। এসময় অন লাইনে যুক্ত ছিলেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার গ্রুপের গ্রুপ সভাপতি স্কাউটার প্রকৌ. মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার ও সাবেক ডিআরসি আইসিটি রোভার অঞ্চল জনাব মোঃ ফজলে রাব্বী, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ডেপুটি রিজিওনাল কমিশনার জনাব মোঃ হেদায়েতুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন নাজলী, বগুড়া জেলা রেভারের সম্পাদক জনাব মোঃ এমদাদুল হক, বগুড়া জেলা রেভারের কোষাধ্যক্ষ জনাব সৈয়দ মোস্তফা কামাল, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহকারী লিডার ট্রেইনার ও বগুড়া জেলা রেভারের যুগ্ম সম্পাদক জনাব মোঃ আরিফুর রেজা, বগুড়া জেলা রেভারের জেলা রোভার স্কাউট লিডার ও বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার গ্রুপের গ্রুপ লিডার জনাব নুরউদ্দিন মোহাম্মদ আলমগীর,দিনাজপুর জেলা রোভারের সাবেক যুগ্ম সম্পাদক জনাব মোঃ হাসান আলী, আর.এস.এল আব্দুর রাজ্জাক, আর.এস.এল বাবুল হোসেন, এর.এস.এল মোস্তাক, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার গ্রুপের রোভার, গার্ল ইন রোভার ও বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করে। দিনাজপুর জেলা রোভারের সাবেক যুগ্ম সম্পাদক জনাব মোঃ হাসান আলী সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড লগবই লেখা ও প্রকল্প বাস্তবায়নের উপর সেশন পরিচালনা করেন।
Number of participants
45
Service hours
225
Topics
Youth Programme
Personal safety
Partnerships
Communications and Scouting Profile

Share via

Share